রোহিঙ্গা ইস্যু জিইয়ে রেখে ব্যবসা করছে সরকার: ফখরুল

রোহিঙ্গা ইস্যুকে জিইয়ে রেখে শুধু রাজনৈতিক ফায়দা হাসিল নয়, তাদের নিয়ে ব্যবসা করছে সরকার। এ সমস্যা সমাধানে সম্পূর্ণরূপে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংকট সমাধানে কার্যকরী কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

পাঁচ বছর পার হয়ে গেলেও বাংলাদেশ সরকার রোহিঙ্গা সমস্যা সমাধানে চরমভাবে ব্যর্থ হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, শুরু থেকেই রোহিঙ্গা ইস্যুকে রাজনৈতিক স্বার্থ হাসিলের ইস্যু হিসেবে ব্যবহার করে আসছে এই সরকার।

তিনি আরও বলেন, ২০১৭ সাল থেকে ১০ লাখেরও বেশি রোহিঙ্গার বোঝা বহন করে চলেছে বাংলাদেশ। ‘২২ আগস্ট প্রথম আলোতে প্রকাশিত সংবাদ অনুযায়ী প্রতি বছর গড়ে ৩০ হাজার রোহিঙ্গা শিশু যুক্ত হচ্ছে’। সেই হিসাবে গত চার বছরে রোহিঙ্গার সংখ্যা বেড়ে ১২ লাখ ছাড়িয়ে গেছে এবং এ সংখ্যা দিন দিন বাড়তেই থাকবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.