
ফরিদপুরে পুলিশ সুপার মো. আলীমুজ্জামান (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) এর বিদায় ও নতুন পুলিশ সুপার যোগদান করলেন আজ বুধবার (২৪ আগস্ট)। বুধবার সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে সাবেক পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আলিমুজ্জামান বিপিএম-সেবা এর নিকট থেকে দায়িত্ব গ্রহণ করেন নবাগত এসপি শাহজাহান।
দায়িত্ব প্রদান শেষে অতিরিক্ত ডিআইজি মো. আলিমুজ্জামান বিপিএম-সেবা ঢাকার র্যাব সদরদপ্তরের পরিচালক হিসেবে যোগদানের উদ্দেশ্যে ফরিদপুর ত্যাগ করেন।
এদিকে সদ্য যোগদানকৃত নতুন পুলিশ সুপার মো. শাহজাহান এর আগে দিনাজপুরের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২৫ তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা সদর থানার কুতুবপুর ইউনিয়নের শাহাপুর গ্রামে।
Leave a Reply