
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন জানান, বিদ্যুৎ সাশ্রয়ে দিনের আলোর পর্যাপ্ত ব্যবহার করতে অফিসের নতুন সময়সূচি চালু করা হয়েছে। তবে এই সিদ্ধান্ত স্থায়ী নয়। সময় কমালেও অফিসের কোনো কাজ জমে থাকবে না।
আজ বুধবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বিএসআরএফ গ্রুপ বিমা চুক্তি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, দিনের আলোর পর্যাপ্ত ব্যবহার করতে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের এই উদ্যোগ কতটা কার্যকর হয় তা পর্যবেক্ষণ করা হচ্ছে। পরবর্তী প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত এই নিয়মে অফিস চলবে।
তিনি বলেন, সময় পরিবর্তন করে এক ঘণ্টা অফিস সময় কমানো হয়েছে। এক ঘণ্টা আগেও যদি অফিসগুলো বন্ধ করতে পারি তাহলে বিদ্যুৎ সাশ্রয় হবে। সময় কমালেও অফিসের কোনো কাজ জমে থাকবে না।
Leave a Reply