
সাবেক নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার মারা গেছেন। আজ বুধবার (২৪ আগস্ট) দুপুর ১টার দিকে রাজধানীর ইউনাউটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন মাহবুব তালুকদারের মেয়ে আইরিন মাহবুব। তিনি জানান, মাহবুব তালুকদার গত ১ জুলাই থেকে রাজধানীর ইউনাউটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি নানা গুরুতর অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত ছিলেন।
তার মৃত্যুর সময় স্ত্রী নিলুফার বেগম ও বড় মেয়ে আইরীন মাহবুব হাসপাতালে ছিলেন।
জানা গেছে, গত ১৬ জুলাই তার চেন্নাই যাবার টিকিট কাটা থাকলেও শারীরিক অবস্থা ভ্রমণের উপযোগী না হওয়ায় তা বাতিল করা হয়।
মাহবুব তালুকদার ইউনাইটেড হাসপাতালে মেডিসিনের অধ্যাপক ডা. তৈমুর নেওয়াজের অধীনে চিকিৎসাধীন ছিলেন।
Leave a Reply