
বেসরকারি অফিসের সময়ও কমানো হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। আজ বুধবার সকালে সচিবালয়ে নিজ অফিসে তিনি এ কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, বেসরকারি অফিসের সময় কমানোর বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে আলাপ আলোচনা চলছে।
সরকারি অফিসের সময় কমানো হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বেসরকারি অফিসের সময়ও কমানো হতে পারে। এটা নিয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সময়সূচি নিয়ে গত সোমবার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে বলা হয়, ২৪ আগস্ট থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস চলবে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের দাপ্তরিক সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
Leave a Reply