আফগানিস্তানে আকস্মিক বন্যায় ২০ জনের মৃত্যু

আফগানিস্তানের পূর্বাঞ্চলে বন্যায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩৫ জন। গত ৪৮ ঘণ্টায় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র মোহাম্মদ নাসিম হাক্কানি বলেন, লোগার প্রদেশে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় হতাহতসহ কয়েক হাজার বাড়িঘর ধ্বংস এবং কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

চলতি বছর একটার পর একটা প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছে আফগানিস্তান। তীব্র খরার মধ্যে জুনে বড় ধরনের এক ভূমিকম্পে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। বেসরকারি হিসাবে মৃতের সংখ্যা আরও অনেক বেশি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এক ভিডিও বার্তায় তালেবান সরকারের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ বলেছেন, ‘আমরা বিশ্ব সম্প্রদায়, বিশেষভাবে ইসলামিক দেশগুলোকে এবং মানবিক ত্রাণ সংস্থাগুলোকে ক্ষতিগ্রস্তদের জরুরি ভিত্তিতে সাহায্য করার অনুরোধ জানাচ্ছি।’

আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো কয়েক মাস ধরে সহায়তা দিয়ে আসলেও তারা সতর্ক করে বলেছে যে, হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে আছে আর তাদের আশ্রয় নেই এবং পান করার মতো পর্যাপ্ত পরিষ্কার পানিও নেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.