সদরপুরে ইয়াবা সম্রাট কামরুল আটক

ফরিদপুরের সদরপুর উপজেলার প্রান্তিক চরাঞ্চল চরমানাইর ইউনিয়নে অভিযান চালিয়ে ইয়াবা সম্রাটখ্যাত মোঃ কামরুল মাতুব্বর(৩৮) কে আটক করেছে সদরপুর থানা পুলিশ। আটককালে তার নিকট ১২০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। সদরপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত গোলদার সঙ্গীয় ফোর্সদের নিয়ে বুধবার রাত ২টার দিকে চরমানাইর ইউনিয়নের চর আড়িয়াল খাঁ গ্রামে পুলিশি অভিযান চালায়। অভিযানকালে ইয়াবাসহ কামরুল কে তার বাড়ি থেকে আটক করে থানা পুলিশ। ইয়াবা জব্দ ও কামরুল কে আটক করে সদরপুর থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় রাতেই সদরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ আইনে মামলা হয়েছে।
দুপুরে তাকে থানা কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে সদরপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত গোলদার জানান।
ওসি সুব্রত গোলদার আরও বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় কামরুলের নেতৃত্বে ‘মাদক বিক্রির সংবাদ আসছিলো। এরপর তাকে নজর বন্দিতে রাখা হয়। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.