রুবেল-বরকতের সহযোগী সদরপুরের কামরুল আতঙ্কে এলাকাবাসী

প্রবাসী হত্যা চেষ্টার মামলার আসামী কামরুল শেখ এর ছবি-সংগৃহীত।

 

প্রবাসী কুপ বর্ণনার কথার অভিযোগে অভিযুক্ত ও ফরিদপুরে দুই কোটি টাকা মানি লন্ডারিং দাবির আসামী বরেত সদরপুরের চর কামরুল শেখ ভাষা একত্রে চরদপুরে দাপিয়ে কথা বলছেন।

ফরিদপুর প্রশাসনিকপুর রাজনীতি ভাষানচর ইউনিয়নের চর চাদপুরে আধিপত্য বিস্তারিত বিবরণকে কেন্দ্র আরাফাতপাপ এক করে প্রবাসী কুপিয়ে জখম করার কথা। আরাফাত ভাষানচরের চর চাদপুর নছদির খান ডাঙ্গী মৃত্য্যঃ ছালাম মুন্সির ছেলে। কাপজিলা আরাফাতের চাচাতো ভাই আরজান মুন্সি বাদী হয়ে, রাজু মুন্সি, কামরুল শেখ, সব মুন্সি, শেখ আকমল, ইমরান মুন্সি, রবি শেখ, রিপন মুন্সি, মুন্সি শেখ জহুরুল, সাকিব খান, ফরিদ মুন্সি, সবুজ মুন্সি শেখ মুন্সি, মাসুদ শেখ , নিজেরাম মুন্সি, মজনু মুন্সি, শেখ কামাল সহ আরো অজ্ঞাতনামা ১০ ১২ গুরুতর আসামি করে প্রশ্ন করেন। অবিযুক্ত কামরুল শেখ সহ বেশ ভালোভাবে দেখা হলে বিচারিক প্রক্রিয়া শুরুর সময় অভিযুক্ত কামরুল শেখ গত সপ্তাহের মার্চ (০২ আগস্ট) জামিনে মুক্তি পেতে শুরু করতে তান্ডব। ধারণারবাদী আরজান মুন্সি ও ভুক্তভোগী সাক্ষীদের ভয়ভীতি প্রকাশ করা যাচ্ছে বলে মনে করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। এছাড়াও ফরিদপুরের গণসংহতি নামক আন্ডারগ্রাউন্ড পত্রিকার বাংলা নিউজ পোর্টালের স্প্রাইজ নিউজ প্রতিবাদ ছাপান এককভাবে নিউজ পোর্টালের ঘোষণার মন্তব্য ছাড়াই। পোর্টালের পার্কিং যাচ্ছে। এছাড়াও ফরিদপুরের গণসংহতি নামক আন্ডারগ্রাউন্ড পত্রিকার বাংলা নিউজ পোর্টালের স্প্রাইজ নিউজ প্রতিবাদ ছাপান এককভাবে নিউজ পোর্টালের ঘোষণার মন্তব্য ছাড়াই। পোর্টালের পার্কিং যাচ্ছে। এছাড়াও ফরিদপুরের গণসংহতি নামক আন্ডারগ্রাউন্ড পত্রিকার বাংলা নিউজ পোর্টালের স্প্রাইজ নিউজ প্রতিবাদ ছাপান এককভাবে নিউজ পোর্টালের ঘোষণার মন্তব্য ছাড়াই।

অভিযুক্ত কামরুল শেখের সাথে যোগাযোগ করার চেষ্টা করার জন্য তার মুঠো ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

প্রবাসী আরাফাত চেষ্টা প্রশ্নর ০২ নম্বর আসামী জামিনে মুক্তি পাওয়া কামরুল শেখ মরহুম শেখ কাশেমের ছেলে। মৃত শেখ কাম সরকারী মহানগরীতে গম চুরি দীর্ঘ দিন সাজাগ করার পরে মুক্তির কিছু দিন পরে মৃত্যু বরণ করেন। কামরুল মধু সুখাগড় মিলের মিলের ফরিদপুর সাংবাদিক রাজবাড়ী মহানগর এলাকায় মোড় আখের কেন্দ্রের সিবি কর্মরত এলাকায় তিনি চরচাদ পরিবেশ অশান্ত করার জন্য তার চেয়ে পুরনো অর্ধেক মাদকক্ত ছেলেদের নিয়ে কাকালি একটি গ্যাং করেছে। যা এলাকা আতঙ্কের কারণ হয়েছে বলে অভিযোগ করেছে এলাকাবাসী।
এবিষয়ে সদরপুর অংশভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, এবিষয়ে আমাদের কাছে কোন সুনির্দিষ্ট অভিযোগ আসে। যদি এ ধরনের কোন অভিযোগ আসে তাহলে আমরা ব্যবস্থা গ্রহণ করব।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.