মিসরে গির্জায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪১

মিসরের রাজধানী কায়রোর একটি গির্জায় অগ্নিকাণ্ড ও পদদলনের ঘটনায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১৪ জন। এ ঘটনায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির সরকারি কর্মকর্তারা।

আজ রোববার সকালের দিকে গির্জায় গণপ্রার্থনা চলাকালীন অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, যা সাম্প্রতিক বছরগুলোতে মিশরের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। এর আগে গত বছরের মার্চে কায়রোর কাছে একটি পোশাক কারখানায় আগুন লেগে অন্তত ২০ জন নিহত ও ২৪ জন আহত হয়।

মিসরের স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা এপি বলছে, রোববার সকালের দিকে ঘনবসতিপূর্ণ ইম্বাবার কপটিক আবু সিফিন গির্জায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে প্রায় ৫ হাজার মানুষ উপাসনার জন্য সমবেত হয়েছিলেন। সে সময় গির্জার ভেতরে বৈদ্যুতিক আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে গির্জার একটি প্রবেশপথ বন্ধ হয়ে যাওয়ায় পদদলনের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতদের বেশিরভাগই শিশু বলে জানা গেছে।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি আজ সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন: ‘আমি এই ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি মোকাবিলা ও আহতদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট রাষ্ট্রীয় সংস্থা ও প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।’

দেশটির পুলিশ এক বিবৃতিতে গির্জায় অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। উল্লেখ্য, মিসরের মুসলিম জনসংখ্যার প্রায় ১০ শতাংশ কপটিক খ্রিস্টান সম্প্রদায়ের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.