
‘বেহেশতে’ থাকা নিয়ে বক্তব্যের দেশেজুড়ে ঝড়ো সমালোচনায় বেশ বিব্রত পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। অবশেষে সমালোচনার জবাবে হতাশাই প্রকাশ করলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিনি কথার কথা বলেছেন। সেটা নিয়ে সাংবাদিকেরা তাঁকে বিপাকে ফেলেছেন।
পররাষ্ট্রমন্ত্রীর ভাষায়, ‘আমি তো ট্রু সেন্সে বেহেশত বলিনি। কথার কথা। কিন্তু আপনারা সবাই আমারে খায়া ফেললেন।’
রবিবার (১৪ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ সফররত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাশলেতের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ‘বেহেশত’ প্রসঙ্গে একথা বলেন তিনি।
গত শুক্রবার সিলেটে সাংবাদিকদের কাছে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থা নিয়ে কথা বলেন আব্দুল মোমেন। তিনি বলেন, ‘বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে, একটি পক্ষ থেকে এমন প্যানিক ছড়ানো হচ্ছে। বাস্তবে এর কোনো ভিত্তি নেই। বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় আমরা বেহেশতে আছি।’
Leave a Reply