
আলফাডাঙ্গায় সাংবাদিক শেখ ফয়েজ আহমেদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে ক্যাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত।
২২ জুলাই (শুক্রবার) সকাল ১০ টায় আলফাডাঙ্গা উপজেলা ক্যাব কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভাটি আলফাডাঙ্গা উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক তৌকির আহমেদ ডালিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ক্যাব নেতা সেকেন্দার আলম , আলফাডাঙ্গা উপজেলা ক্যাবের সহসভাপতি ও সমকাল প্রতিনিধি ইকবাল হোসেন, যুগ্ম সম্পাদক ইয়াছিন আরাফাত,এনামুল হক রুবেল,দপ্তর সম্পাদক মিয়া রাকিবুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ফরিদপুর প্রেসক্লাবে সহ সভাপতি ও ফরিদপুর জেলা কনজুমার অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ ফয়েজ আহমেদ এক দুষ্ট চক্রের মিথ্যা অভিযোগের শিকার। তার মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি কামান করি।
Leave a Reply