
ঢাকাঃ তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশে আর কেউ গৃহহীন থাকবেন না। প্রধানমন্ত্রী সিংড়ায় এক হাজার ২৯০ গৃহহীনকে ঘর দিয়েছেন। আরও ৩৫৫ গৃহহীন ঘর পাবেন। ঈদের খুশি ভাগাভাগি করার জন্য উপজেলার ৪৫ হাজার ৯৫০ পরিবারকে ১০ কেজি করে চাল দিয়েছেন।
শনিবার (৯ জুলাই) বেলা ১১টায় সিংড়া পৌর কমিউনিটি সেন্টারে হুয়াওয়ের পক্ষ থেকে তিন হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ১৩ বছর আগে আমরা অঙ্গীকার করেছিলাম সুখ-দুঃখ ভাগ করার। আমরা আপনাদের সুখে-দুঃখে সেবা করে যাবো। বন্যা, করোনা, প্রাকৃতিক দুর্যোগসহ যে কোনো বিপদে পাশে থেকেছি। গত দুই বছরে পৌরসভার প্রায় ২৫ হাজার পরিবারসহ উপজেলার ৭৬ হাজার পরিবারের মাঝে ত্রাণ পৌঁছে দিয়েছি।
সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এমএম সামিরুল ইসলাম, হুয়াওয়ে বাংলাদেশের প্রেসিডেন্ট মি. জর্জ লিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শেখ মো. ওহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
আমাদের বাণী/০৯/৭/২০২২/বিকম
Leave a Reply