পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আবুল বাশারের শুভেচ্ছা

ঢাকাঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মানিকগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার।

তিনি এক শুভেচ্ছা বিবৃতিতে মানিকগঞ্জবাসীসহ দেশের সকল মুসলমান সম্প্রদায়কে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অভিনন্দন জানিয়ে
মহান ত্যাগের মহিমায় ভাস্মর এই দিনে  মুসলিম উম্মাহ্-এর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সম্বৃদ্ধি কামনা করেন।

তিনি বলেন, ঈদুল আযহা আমাদের ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসার দীক্ষা দেয়। ঈদুল আযহার ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে হবে। কল্যাণময় সমাজ গঠনে পরম সহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থানসহ মানবাধিকার সমুন্নত রাখতে তিনি সবার প্রতি আহবান জানিয়ে আরো বলেন, মহান আল্লাহ্ যেন আমাদের পৃথিবীকে প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্টি দুর্যোগ থেকে রক্ষা করেন।

তিনি মানিকগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের নিন্মবিত্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

আমাদের বাণী/০৯/৭/২০২২/বিকম

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.