টিকটক ভিডিও বানাতে গিয়ে কিশোরীর মৃত্যু

নোয়াখালীঃ জেলার চাটখিল উপজেলায় টিকটকে গলায় ফাঁস নেওয়ার ভিডিও বানাতে গিয়ে গলায় ফাঁস পড়ে সানজিদা আক্তার (১১) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

নিহত সানজিদা আক্তার উপজেলার শিবপুর গ্রামের মনজুরুল ইসলামের মেয়ে এবং শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ছিদ্দিক উল্যাহ জানান, বৃহস্পতিবার বিকালে সানজিদা ঘরের আলমারির ওপর উঠে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস নেওয়ার টিকটক ভিডিও ধারণ করছিল। ওই সময় পা ফসকে আলমারি থেকে পড়ে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লেগে যায়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাটখিল থানার ওসি মো. গিয়াস উদ্দিন বলেন, স্কুলছাত্রী সানজিদা টিকটকের ভিডিও করতে গিয়ে অসাবধানতাবশত গলায় ফাঁস লেগে মারা যায় বলে জানিয়েছে নিহতের পরিবার। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি আরও জানান, শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আমাদের বাণী/০৮/৭/২০২২/বিকম

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.