সাংবাদিক রুবেলের খুনিদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ

কুষ্টিয়াঃ জেলায় নিখোঁজের পাঁচ দিন পর সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের (৩১) অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে খুনিদের গ্রেফতারের দাবিতে কুমারখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সর্বস্তরের সাংবাদিকরা।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে বাসস্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল থানা পর্যন্ত গিয়ে শেষ হয়। এর আগে বৃহস্পতিবার কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভায় হত্যাকারীদের গ্রেফতারের জন্য প্রশাসনকে ৩৬ ঘণ্টা সময় দিয়েছেন সাংবাদিকরা।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন কাঙাল হরিনাথ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি কেএমআর শাহিন। এতে প্রধান বক্তা ছিলেন কাঙাল হরিনাথ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লিপু খন্দকার।

এসময় বিজয় টিভি প্রতিনিধি তানভীর লিটন, এস টিভির প্রতিনিধি মনোয়ার হোসেন, ভোরের কাগজের প্রতিনিধি মোশাররফ হোসেন, দৈনিক সংগ্রাম প্রতিনিধি মাহমুদ শরীফসহ অন্যরা বক্তব্য রাখেন।

আমাদের বাণী/০৮/৭/২০২২/বিকম

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.