সুখবর দিলেন প্রভা

ঢাকাঃ শোবিজ অঙ্গনে আলোচিত মুখ সাদিয়া জাহান প্রভা। তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা হয়ে থাকেন নেটিজেনরা। কখনো অভিনয়, আবার কখনো তার ব্যক্তিগত জীবন নিয়ে। ক’দিন আগেই শোবিজে গুঞ্জন উঠে অভিনয় থেকে বিদায় নিচ্ছেন জনপ্রিয় এই অভিনেত্রী। বিষয়টি নিয়ে প্রভার কোনো বক্তব্য না পাওয়ায় সে গুঞ্জন যেন আরও বেগ পায় মিডিয়ায়।

তবে সেসব গুঞ্জন উড়িয়ে অভিনয় নিয়েই ব্যস্ত আছেন প্রভা। করে যাচ্ছেন একের পর নতুন নাটক ও টেলিছবির শুটিং। আর তার কাজ নিয়ে ব্যস্ত থাকা দেখে প্রভাভক্তরা একটু হলেও আঁচ করতে পেরেছে তার অভিনয়ে থাকা-না থাকার বিষয়টি।

গত ঈদের মতো এবার ঈদেও একাধিক নাটকে দেখা যাবে প্রভাকে। ঈদের পোশাক শ্রমিকদের জীবনের গল্প নিয়ে তৈরি বিশেষ একটি নাটকের প্রধান চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। ২০ পর্বের নাটকটির নাম ‘বিউটি টেইলার্স’। খালেদ সজীবের গল্প-ভাবনায় এটি নির্মাণ করেছেন আতিক জামান। এতে আরও অভিনয় করেছেন- মোস্তাফিজুর নুর ইমরান, হাসান মাসুদ, ফারজানা ছবি, আলো হক, অলংকার চৌধুরী, জীবন রায়, তৌফিকুল হাসান নিহালসহ অনেকে।

এ ছাড়াও প্রভা অভিনীত আরটিভিতে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘কাউন্টডাউন’। সকাল আহমেদের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন- সজল, তৌসিফ মাহবুব, অর্ষা, উর্মিলা, মিশু সাব্বির, সজল, আরফান আহমেদ প্রমুখ।

আমাদের বাণী/০৮/৭/২০২২/বিকম

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.