লিবিয়া উপকূলে নৌকাডুবে নিহত ২২

ঢাকাঃ লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে তিন শিশুসহ মালির ২২ নাগরিকের প্রাণ গেছে। জাতিসংঘ ও মালির সরকার এ তথ্য জানিয়েছে।

নিহতরা ৮৩ জনের একটি দলের সদস্য।

তাদের বেশির ভাগই মালির নাগরিক। তাদের বহনকারী নৌকাটি গত ২২ জুন থেকে আটকে ছিল। মালির পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

মালির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, লিবিয়ার উপকূল রক্ষী বাহিনীর সহায়তায় ৬১ জনকে উদ্ধার করা হয়েছে। ৯ দিন সাগরে আটকে থাকার পর শনিবার তাদের উপকূলে নিয়ে যাওয়া হয়।

আইওএম মুখপাত্র সাফা মাসেলি জানান, ২২ জনের মৃত্যুর কারণ ডুবে যাওয়া এবং পানিশূন্যতা বলে জানিয়েছে বেঁচে যাওয়া ব্যক্তিরা। বেঁচে যাওয়াদের স্বাস্থ্য খুব দুর্বল এবং তাদের হাসপাতালে পাঠিয়েছে আইওএম।

তিনি আরো বলেন, বাকি অভিবাসীদের লিবিয়ার আল-মায়া আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। সূত্র : আলজাজিরা

আমাদের বাণী/০৬/৭/২০২২/বিকম

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.