খোকসায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুষ্টিয়ার খোকসা উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রবাস ফেরত ইউনুস আলী প্রামানিক (৬৮) মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

শনিবার সকাল সাড়ে সাতটার সময় কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের খোকসা উপজেলার বরকতউল্লাহ ফিলিং স্টেশনের সামনে এই ঘটনাটি ঘটে।

স্থানীয় এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সকালে খোকসা ইউনিয়নের দুবরাজপুর গ্রামের মৃত্যু চতুর আলি প্রামানিকের ছেলে মোহাম্মদ ইউনুস আলী প্রামানিক (৬৮) বাড়ি থেকে বাইসাইকেলে করে বাজারে আসার পথে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের বরকতউল্লাহ ফিলিং স্টেশনের সামনে কুষ্টিয়া থেকে রাজবাড়ী গামী লোকাল গাড়ি নিশান ডিলাক্স ( ঢাকা মেট্রো -০২- ০৩০১) নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিক দিয়ে স্বজোরে আঘাত করে বাসটি পালিয়ে যায়।

স্থানীয় পথচারীরা ও পত্রিকার হকার কেছমত আলী কিছা আহত প্রবাস ফেরত মোঃ ইউনুস আলী প্রামানিককে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার আহত ইউনুস আলী কে মৃত ঘোষণা করেন।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, ঘটনাস্থলে আহত ইউনুস আলী প্রামানিক মারা গেছেন। গাড়িটি উদ্ধার করা সম্ভব হয়নি, তবে এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.