
ভারতেঃ দেশটির মণিপুরে রাজ্যে একটানা প্রবল বৃষ্টিপাত ও ভয়াবহ ভূমিধসের কারণে মৃতের সংখ্যা বেড়ে ৮১ জনে পৌঁছেছে। নিহত ৮১ জনের মধ্যে ১৮ জন সেনা সদস্য রয়েছেন। মণিপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ এ তথ্য জানিয়েছেন। তিনি উদ্ধারকার্য দেখতে ঘটনাস্থলে গিয়েছিলেন।
এখনও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। প্রায় ৫৫ জন এখনও ধ্বংসস্তূপে আটকা পড়ে আছেন। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, মৃতদেহগুলি উদ্ধার করতে আরও কয়েকদিন সময় লাগবে। ভারতের কেন্দ্রীয় সরকার উদ্ধারকাজে সাহায্যের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সেনা সদস্যদের প্রেরণ করেছে।
এটিকে রাজ্যের ইতিহাসে ‘সবচেয়ে খারাপ ঘটনা’ বলে অভিহিত করেন উদ্ধারকাজ সরেজমিনে দেখতে ঘটনাস্থলে যাওয়া মুখ্যমন্ত্রী। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, এখনও ১৫ জন সেনা সদস্য নিখোঁজ রয়েছেন। উদ্ধারকৃত সেনা সদস্যের মরদেহ তাদের বাড়িতে অয়াথানো হয়েছে। এখনও স্থানীয় ২৯ জন বাসিন্দা নিখোঁজ রয়েছেন।
গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতে গত বৃহস্পতিবার (৩০ জুন) নোনি জেলার মাখুয়াম এলাকায় টুপুল ইয়ার্ড রেলওয়ে কনস্ট্রাকশন ক্যাম্পের কাছে এ ভূমিধসের ঘটনা ঘটে।
আমাদের বাণী/০২/৭/২০২২/বিকম
Leave a Reply