
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন আজ শুক্রবার দুপুর ১২টার মধ্যে কমলাপুর রেল স্টেশনে সব টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। এদিন দেওয়া হয়েছে ৫ জুলাইয়ের টিকিট। টিকিট প্রত্যাশীরা বলছেন, প্রতি লাইনের প্রথম কিছু লোক টিকিট পেয়েছে। বাকিরা আর পায়নি।
টিকিট বিক্রি সকালে শুরু হলেও টিকিট প্রত্যাশীরা ভোর থেকেই কমলাপুর স্টেশন ও শহরতলী স্টেশনের বিভিন্ন কাউন্টারের সামনে ভিড় করেন। অনেকে দীর্ঘ ১৮-১৯ ঘণ্টা অপেক্ষা শেষে টিকিট কিনেছেন।
আরেক টিকিট প্রত্যাশী মো. মোস্তফা কামাল বলেন, গতকাল রাত ১০টায় এসে লাইনে দাঁড়িয়েছি।। দিনাজপুরের টিকিট আগেই শেষ হয়ে গেছে। আগামীকালের জন্য এখন অপেক্ষা করতে হবে।
শুক্রবার সকাল ৮টায় কমলাপুরসহ রাজধানীর ৬টি এবং জয়দেবপুর রেলস্টেশনের কাউন্টার, ওয়েবসাইট এবং রেলসেবা (অথরাইজড) অ্যাপে একযোগ টিকিট বিক্রি শুরু হয়। এর মধ্যে ঢাকার কমলাপুর রেলস্টেশনে উত্তরাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট মিলছে। আর রাজশাহী ও খুলনাগামী ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে কমলাপুর শহরতলী প্ল্যাটফর্ম থেকে।
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, এবার রাজধানী থেকে প্রতিদিনের জন্য ২৬ হাজার ৭১৩টি আসনের টিকিট বিক্রি করা হবে। এসব টিকিটের ৫০ শতাংশ রেলস্টেশনের কাউন্টারে এবং ৫০ শতাংশ অনলাইনে বিক্রি করা হবে।
১ জুলাই দেওয়া হয়েছে ৫ জুলাইয়ের টিকিট। ২ জুলাই মিলবে ৬ জুলাইয়ের টিকিট। ৩ জুলাই দেওয়া হবে ৭ জুলাইয়ের টিকিট। ৪ জুলাই পাওয়া যাবে ৮ জুলাইয়ের টিকিট এবং ৫ জুলাই দেওয়া হবে ৯ জুলাইয়ের টিকিট। এছাড়া ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৭ জুলাই থেকে। ওইদিন ১১ জুলাইয়ের টিকিট বিক্রি হবে।
Leave a Reply