জীবনে অনেক ভুল করেছি: সুস্মিতা সেন

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী এবং সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন তার দুর্দান্ত স্টাইলের জন্য বেশ পরিচিত। সম্প্রতি সুস্মিতা সেন বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্নার টকশোতে অংশ নিয়েছিলেন। এ সময় সুস্মিতা তার জীবনের সব উপাখ্যান নিয়ে খোলামেলা কথা বলেন। সেখানেই নিজের জীবনের নানা অজানা কথা ফাঁস করেছেন নায়িকা। ছন্নছাড়া সম্পর্ক, পুরুষ সঙ্গ এবং জীবনের খারাপ সিদ্ধান্তগুলো সম্পর্কেও মুখ খুলেছেন তিনি।

২০১৮ সালে নিজের থেকে বয়সে ছোট রোহমান শলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন সুস্মিতা। ইনস্টাগ্রাম মেসেজের থেকে দুজনের প্রথম পরিচয়। এর পর একে অপরের কাছাকাছি এসেছিলেন। কিন্তু সে সম্পর্কে খুব বেশি দিন টেকেনি। ২০২১ সালে সম্পর্কের ইতি টানেন দুজনে। তবে নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন।

আড্ডায় টুইঙ্কেল স্মরণ করেন, যখন ‘বিখ্যাত ব্যক্তিরা নিজেদের কুমারী বলে দাবি করেছিলেন’ সেই সময় সাবেক মিস ইউনিভার্স তার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ খোলামেলা ছিলেন।

ব্যক্তিগত জীবনে সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে সাবেক বিশ্ব সুন্দরী বলেন, ‘আমার জীবনের অন্যতম আদর্শ এবং বিশ্বাস, নিজেকে কখনো হারিয়ে ফেলব না। প্লাস্টিক সার্জারিই হোক, আমার জীবনের পুরুষ, সম্পর্ক, বিবাহিত পুরুষ— আপনি যা কিছুই খারাপ ভাবুন না কেন, তা রয়েছেই।’

সুস্মিতা আরও বলেন, ‘মস্তিষ্ক খাটো হলে, মনও ছোটই হবে। কী মনে হয়, আমি জীবনে কখনো কোনো ভুল করিনি? অবশ্যই করেছি। কিন্তু সেসব নিয়ে আমার কোনো আফসোস নেই। তাদের নিয়ে কখনো কোনো খারাপ মন্তব্যও করিনি।’

১৯৯৪ সালে মিস ইন্ডিয়া এবং মিস ইউনিভার্স মুকুট জেতার পর বিনোদন জগতে প্রবেশ করেন সুস্মিতা সেন। বছর দুয়েক পর তিনি তার চলচ্চিত্র জীবন শুরু করেন। তাকে শেষবার হটস্টার সিরিজ ‘আর্যা’য় দেখা গিয়েছিল। শোয়ের প্রথম সিজনে অভিনয়ের জন্য তিনি ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডে সেরা মহিলা অভিনেত্রীর পুরস্কার পান। বিগত ১০ বছরেরও বেশি সময় ধরে কোনো বলিউড ছবিতে দেখা যায়নি সুস্মিতাকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.