
টাঙ্গাইলঃ জেলার ঘাটাইলে ১৫ বছরের প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। ওই কিশোরী বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল (মঙ্গলবার) ওই কিশোরী তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়।
বিজ্ঞাপন
সেখানে কাউকে না পেয়ে ফিরে আসার পথে ওই কিশোরের ধর্ষণের শিকার হয়। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত কিশোর পালিয়ে যায়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বলেন, কিশোরীর বাবা থানায় মামলা করেছেন। মামলার একমাত্র আসামিকে (১৫) গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্তকাজ চলমান রয়েছে।
আমাদের বাণী/২৩/৬/২০২২/বিকম
Leave a Reply