বন্যাকবলিত এলাকায় ৪২ জনের মৃত্যু

ঢাকাঃ বন্যাকবলিত এলাকায় এ পর্যন্ত পানিতে ডুবে, বজ্রপাতে এবং সর্প দংশনে ৪২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬ জন। এ পর্যন্ত পানিতে ডুবে ২৩ জন, বজ্রপাতে ১২ জন, সর্প দংশনে একজন এবং অন্যান্য রোগে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারীদের মধ্যে সিলেট বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ১৮ জন মারা গেছেন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে। বন্যা সম্পর্কিত নিয়মিত তথ্য সরবরাহ করছে অধিদপ্তর। উল্লিখিত তথ্য গত ১৭ই মে থেকে ২২শে জুন পর্যন্ত বন্যা সম্পর্কিত এলাকার বলে জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, বন্যাকবলিত এলাকায় ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪০৩ জন। এরমধ্যে ডায়রিয়ায় আক্রান্ত রোগী সংখ্যা ২ হাজার ৫১৬ জন। গত ২৪ ঘণ্টায় ডায়রিয়া আক্রান্ত হয়েছেন ৩৩৭ জন। এরমধ্যে সিলেটে বিভাগে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ১৩৪ জন।

আমাদের বাণী/২৩/৬/২০২২/বিকম

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.