বান্দরবানে একসঙ্গে ৩ কন্যা সন্তানের জন্ম

বান্দরবানেঃ জেলার আলীকদম উপজেলায় ২নং চৈক্ষং ইউনিয়নের রেপারপাড়ী তৈন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সাথী আক্তার (২২) নামে এক নারী একসঙ্গে তিনটি যমজ বাচ্চা স্বাভাবিক জন্ম দিয়েছেন।

বুধবার বেলা একারোটায় এই তিন কন্যা সন্তান জন্মগ্রহণ করে তৈন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে।

মা ও নবজাতকসহ সুস্থ্য আছেন বলে জানিয়েছন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের  মমতাজ বেগম।   তবে,নবজাতক তিনটিই কন্যা।

নবজাতকের মা আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ২নং ওয়ার্ডের নরুল কবির মেম্বার পাড়ার রিদুয়ানের স্ত্রী। 

আলীকদম মা ও শিশু স্বাস্থ্য বিভাগ পরিবার পরিকল্পনা বিভাগের মেডিক্যাল অফিসার জনাব ডাঃ বেলাল উদ্দিন বলেন, মা সহ তার তিনটি কন্যা সুস্থ আছে ও বাড়িতে অবস্থানরত আছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.