
বান্দরবানঃ জেলার থানচি তে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় থানচি উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা আবুল মনসুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান চশাথোয়াই মারমা,মহিলা ভাইস চেয়ারম্যান নু মে প্রু মারমা,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায়,সহকারী ভূমি কর্মকর্তা সাইফুল আলম,স্বাস্থ্য কর্মকর্তা রায়হানুল কবির,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংপ্রু ম্রো, রেমাক্রি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুশৈথুই মারমা সহ বিজিবি ক্যাম্প কমান্ডার ইসমাইল। এতে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সহ সাংবাদিক বৃন্দ।
সভায় শুরুতে থানচি উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা নবাগত নির্বাহী কর্মকর্তা মুহা.আবুল মনসুর কে সকলের সাথে আনুষ্ঠানিক ভাবে পরিচয় করিয়ে দেন।
পরে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তারা তাদের মাসিক কার্যবিবরণী তুলে ধরেন।সেইসাথে কিছু কিছু কার্যক্রম বাস্তবায়নে কতটা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় সেই বিষয় গুলো নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
পরে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।
আমাদের বাণী/২৩/৬/২০২২/বিকম
Leave a Reply