রিসিভ করিনি, জাস্ট দিয়ে গেছে: রিজভী

ঢাকাঃ পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে সেতু বিভাগ থেকে বিএনপির সাত নেতাকে দাওয়াত দেওয়ার বিষয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমরা এই কার্ড (আমন্ত্রণপত্র) রিসিভ করিনি। আমি অফিসে বসেছিলাম, জাস্ট সেতু বিভাগের কর্মকর্তারা দিয়ে গেছেন। এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’

আজ বুধবার বেলা ১১টার দিকে সেতু বিভাগের উপ-সচিব দুলাল চন্দ্র সূত্রধর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে আমন্ত্রণপত্র দিয়ে আসেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী এ কথা বলেন।

আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদকে আমন্ত্রণ জানিয়ে দাওয়াত কার্ড দেওয়া হয়েছে।

আমন্ত্রণপত্র হস্তান্তরের উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবুল খায়ের ভুঁইয়া, খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদ, আবদুস সাত্তার পাটোয়ারি প্রমুখ।

আমাদের বাণী/২২/৬/২০২২/বিকম

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.