সিলেটে চলমান দুর্যোগে ২২ জনের মৃত্যু

সিলেটঃ সিলেট বিভাগে চলমান প্রাকৃতিক দুর্যোগে (মঙ্গলবার বিকেল পর্যন্ত) ২২ জনের প্রাণহানি হয়েছে। সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় মঙ্গলবার বিকেলে গণমাধ্যমক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার বিকেল পর্যন্ত চলমান প্রাকৃতিক দুর্যোগে সিলেট বিভাগে ২০ জনের মৃত্যুর তথ্য আমরা পেয়েছি। এর মধ্যে সিলেটে ১২ জন, মৌলভীবাজারে তিনজন ও সুনামগঞ্জে পাঁচজন।

মঙ্গলবার সকালে সিলেটের জৈন্তাপুরে মা-ছেলের মৃতদেহ ভেসে উঠেছে। তাৎক্ষণিক এ দুই মৃতদেহের তথ্য তার কাছে নেই। তবে এ তথ্য যোগ করা হবে বলে জানিয়েছেন তিনি। সে অনুযায়ী, চলমান প্রাকৃতিক দুর্যোগে সিলেট বিভাগের তিন জেলায় এখন পর্যন্ত ২২ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

প্রসঙ্গত, সিলেট ও সুনামগঞ্জের ওপর দিয়ে বয়ে যাচ্ছে ভয়াবহ বন্যা। মৌলভীবাজার জেলাও বন্যায় আক্রান্ত হয়েছে। সিলেট-সুনামগঞ্জ- এই দুই জেলার প্রায় ৮০ শতাংশ এলাকা তলিয়ে গেছে পানিতে। সোমবার পর্যন্ত পানিবন্দি ছিলেন কমপক্ষে ৪০ লাখ মানুষ। বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক।

আমাদের বাণী/২১/৬/২০২২/বিকম

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.