
ঢাকাঃ ভারী বর্ষণে পাহাড়ি ঢলে সাঙ্গু নদীর পানি প্রবাহ বৃদ্ধি পাওয়ায় পার্বত্য জেলা বান্দরবানের থানচি উপজেলার দর্শনীয় স্থানগুলো ভ্রমণে পর্যটকদের প্রশাসনের পক্ষ থেকে নিরুৎসাহিত করা হচ্ছে। এই সময় আগত পর্যটক দের ইঞ্জিন চালিত বোট বা নৌকা নিয়ে উপজেলার তিন্দু ও রেমাক্রি ইউনিয়ন ভ্রমণে নিরুৎসাহিত করেছে থানচি উপজেলা প্রশাসন।
থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় সাংবাদিকদের জানান, বর্তমানে সাঙ্গু নদীর পানি যে গতিতে প্রবাহিত হচ্ছে সেটা উপেক্ষা করে নদীর উজানের দুই ইউনিয়ন তিন্দু এবং রেমাক্রি ভ্রমণে যেকোনো ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। যেকোনো ধরনের দূর্ঘটনা এড়াতে তিনি পর্যটক দের নদীর পানি স্বাভাবিক পর্যায়ে না আসা পর্যন্ত আগত পর্যটক দের থানচি সদর ও বলিপাড়া ইউনিয়নের বাইরে বেড়াতে না যাওয়ার অনুরোধ জানান।
এদিকে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আবুল মনসুর এই প্রতিবেদক জানান, একটানা বর্ষণে সাঙ্গু নদীর পানির স্রোত এখন প্রবল।সেই সাথে নদীর পানির নিচে ডুবে আছে বড় বড় পাথর। এমতাবস্থায় নদীতে ইঞ্জিন চালিন বোট বা নৌকা নিয়ে ভ্রমণের কারণে দূর্ঘটনা ঘটতে পারে। তিনি আরো জানান, ভ্রমনের চেয়ে জীবনের মূল্য বেশি,এই কথা ভুলে গেলে চলবে না। তিনি ভ্রমন বিষয়ে থানচি উপজেলা পর্যটক গাইড দের কে বিষয় টি গুরুত্বের সাথে বিবেচনার জন্য অনুরোধক্রমে নির্দেশ দেন।
আমাদের বাণী/২০/৬/২০২২/বিকম
Leave a Reply