একসঙ্গে ৩ সন্তানের জন্ম, নাম স্বপ্ন-পদ্মা-সেতু

ঢাকাঃ একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ এলাকার এনি বেগম। এর মধ্যে একটি ছেলে ও দুইটি মেয়ে। স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে তাদের নাম রাখা হয়েছে পদ্মা সেতুর সাথে মিলিয়ে। ছেলেটির নাম স্বপ্ন আর দুই মেয়ের নাম পদ্মা ও সেতু।

শুক্রবার (১৭ জুন) সকালে নারায়ণগঞ্জ শহরের হেলথ রিসোর্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন শিশুর জন্ম হয় এনি বেগমের।

এনি বেগম ব্যবসায়ী ও রাজনীতিবিদ আশরাফুল ইসলাম অপুর স্ত্রী। সম্প্রতি অপু নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ২৪নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করেছিলেন।

বিষয়টি নিশ্চিত করে রোববার শিশুদের বাবা আশরাফুল ইসলাম অপু বলেন, ‘১৭ জুন একসঙ্গে তিন সন্তানের জন্ম হয়েছে। এতে আমি খুব খুশি। তারা সবাই ভালো আছে। হাসপাতালের ডাক্তাররা শখ করে তাদের নাম রেখেছে। স্বপ্নের পদ্মা সেতুর নামের সঙ্গে মিল রেখে ছেলের নাম স্বপ্ন আর মেয়েদের নাম যথাক্রমে পদ্মা ও সেতু রাখা হয়েছে। আমি তাদের জন্য সবার কাছে দোয়া চাই। সেই সঙ্গে দেশের জন্য দোয়া চাই।’

আমাদের বাণী/১৯/৬/২০২২/বিকম

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.