আমরা ইভিএমে ভোটের পক্ষে নই: জাপা মহাসচিব

ঢাকাঃ জাতীয় পার্টি ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়ার পক্ষে নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, আমরা ইভিএমে ভোটের পক্ষে নই। কারণ দেশের মানুষ এখনো ইভিএমে ভোট দেওয়ার জন্য প্রস্তুত নয়।

রবিবার (১৯ জুন) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশনের সঙ্গে আলোচনা শেষে তিনি এসব কথা বলেন।

জাপা মহাসচিব বলেন, দেশের মানুষ এখনো ইভিএমে বিশ্বাস করে না। গ্রাম-গঞ্জের মানুষ এখনো মনে করে, ইভিএম মানেই কারসাজি। কেউ কেউ মনে করেন, কোনো একটি দলের স্বার্থে ইভিএমে ভোট নেওয়া হয়।

তিনি বলেন নির্বাচন কমিশনের কাজ হচ্ছে একটি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কাজ করা। কোন পদ্ধতিতে নির্বাচন হবে, তা সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা উচিত। কোনো কেন্দ্রে ব্যালট আর কোনো কেন্দ্রে ইভিএম, এভাবে ভোটগ্রহণ হলে খুব খারাপ অবস্থা সৃষ্টি হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, মোস্তফা আল মাহমুদ, আতিকুর রহমান আতিক প্রমুখ।

আমাদের বাণী/১৯/৬/২০২২/বিকম

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.