বন্যায় সরকারের বরাদ্দ জনপ্রতি দেড় টাকা: রিজভী

ঢাকাঃ বন্যা দুর্গত মানুষের জন্য সরকার জনপ্রতি দেড় টাকা বরাদ্দ দিয়েছে বলে অভিযোগ করেছেন রুহুল কবীর রিজভী। রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এই অভিযোগ করেন।

তিনি বলেন, পদ্মা সেতু উদ্বোধনের উৎসবের নামে শত শত কোটি টাকা বরাদ্দ হচ্ছে। অথচ সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, উত্তরাঞ্চলসহ দেশে বন্যা উপদ্রুত এলাকায় পানিবন্দি প্রায় কোটি মানুষের সাহায্যের জন্য সরকারি বরাদ্দ একেবারেই অপ্রতুল। বন্যার্তদের জন্য সরকার ১০০ টন চাল, ৩০ লাখ টাকা আর পাঁচ হাজার টাকার শুকনা খাবার দিয়েছে। এ পর্যন্ত তারা বরাদ্দের আশ্বাস দিয়েছে ৬০ লাখ টাকা। তার মানে জনপ্রতি দেড় টাকা। পদ্মা সেতু উদ্বোধনের জনসভাস্থলে অস্থায়ী ৫০০ টয়লেট স্থাপন করতে যে খরচ হবে তার ১০ ভাগের ১ ভাগও বরাদ্দ পায়নি বন্যার্তরা।

পদ্মা সেতুর উদ্বোধনী উৎসব বন্ধের দাবি জানিয়ে রিজভী বলেন, আমরা দাবি করছি, পদ্মা সেতুর নিয়ে উৎসব বন্ধ করুন, এই লোক-দেখানো ফুটানি বন্ধ করুন।

তিনি বন্যাকবলিত অঞ্চলগুলোকে দুর্গত অঞ্চল হিসেবে ঘোষণা করে সেখানে পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থার দাবি জানান।

রিজভী আরও বলেন, পদ্মাসেতু উদ্বোধনের উৎসবের নামে শত শত কোটি টাকা বরাদ্ধ হচ্ছে। অথচ সিলেট, সুনামগঞ্জ. নেত্রকোনা ও উত্তরাঞ্চলসহ দেশে বন্যা উপদ্রুত এলাকায় প্রায় কোটি পানিবন্দি মানুষের সাহায্যেরসাহায্যের জন্য সরকারি বরাবদ্ধ একেবারেই অপ্রতুল।

তিনি বলেন, জয়বাংলা কনসার্ট নামে কনসার্ট করা হচ্ছে। সেখানে পাশ্ববর্তী দেশ থেকে শিল্পী আনা হয়েছে। আমরা যেটা শুনেছি তিন কোটি টাকা তাকে সন্মানি দেওয়া হয়েছে। সেই কনসার্টে হেলিকপ্টারে করে উড়ে যাচ্ছেন বাংলাদেশে দরবেশ নামে একজন ব্যক্তি, তিনি গিয়ে সেখানে জ্ঞান-গর্ব বক্তৃতা করছেন। ‍উপদ্রুত মানুষ, ক্ষুধার্ত মানুষকে নিয়ে এমন তামাশা পৃথিবীর ভয়ংকর ভয়ংকর স্বৈরাচারদের কথা মনে করিয়ে দেয়।

আমাদের বাণী/১৯/৬/২০২২/বিকম

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.