ভয়ংকর রূপ নিচ্ছে যমুনা

ঢাকাঃ পাহাড়ি ঢলে ও ভারি বর্ষণে বগুড়ায় যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে চরাঞ্চলের বাসিন্দারা হয়ে পড়ছেন পানিবন্দি। একই সঙ্গে বন্যায় তলিয়ে গেছে পাটসহ অন্যান্য সবজির ক্ষেত।

রোববার বিকেল ৩টা থেকে বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার পানি বিপদসীমার ৩২ সেন্টিমিটার (সেমি) ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

স্থানীয় সূত্রে জানা গেছে, সারিয়াকান্দিতে যমুনা চরাঞ্চলের কাজলা, চালুয়াবাড়ী, হাটশেরপুর, সদরের আংশিক, চন্দনবাইশা, কর্ণিবাড়ী, বোহাইল ও কামালপুর ইউনিয়নের নিচু এলাকায় বন্যার পানি প্রবেশ করেছে। ফলে এই ইউনিয়নগুলোর প্রায় আট হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এছাড়াও হাটবাড়ী ও মানিকদাইড় চরে পানি বৃদ্ধির সঙ্গে শুরু হয়েছে ভাঙন। নদী ভাঙনে গত পাঁচদিনে অর্ধশতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছেন।
এরই মধ্যেই খাবার পানি, টয়লেট এবং খাবার সমস্যায় পড়েছেন বন্যা ও ভাঙন কবলিত মানুষ। তাদের অনেকেই আশ্রয়ণ প্রকল্প, বাঁধ বা অন্যত্র চলে গেছেন। এছাড়া বন্যার পানিতে তলিয়ে গেছে পাটসহ অন্যান্য সবজির ক্ষেত।

এদিকে, উপজেলার কামালপুর ইউনিয়নের রহদহ এলাকায় ৭০০ মিটার বেঁড়ি বাঁধ রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জিও ব্যাগ ফেলা হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের সারিয়াকান্দির উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডিই) আব্দুর রহমান তাযকিয়া জানান, যমুনা নদীর পানির বিপদসীমা নির্ধারণ করা হয় ১৬ দশমিক ৭০ মিটার। বর্তমানে নদীর পানি বিপদসীমার ৩২ সেমির ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আমাদের বাণী/১৯/৬/২০২২/বিকম

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.