
ঢাকাঃ চাল, ডাল, তেল, মাছ-মাংসসহ নিত্যপণ্যের অগ্নিমূল্যে দিশেহারা হয়ে পড়েছেন মানুষ। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির অজুহাতে এবং অতি মুনাফালোভী ব্যবসায়ীদের কারসাজিতে বাজার এখন লাগামহীন। এতে পিষ্ট নিম্ন ও মধ্য আয়ের মানুষরা।
বছরের ব্যবধানে রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি চালের দাম বেড়েছে ১৩ শতাংশ। প্রতি কেজি আটা ৩৯.৭১, ময়দা ৬৪.৭৯, প্রতি লিটার সয়াবিন তেল ৪৬.৬৭, পাম তেল ৫১.৫০, প্রতি কেজি মসুর ডাল ৩৮.৭১, আলু ৯.৩০, পেঁয়াজ ২৩.৫৩, রসুন ১২, মরিচ ৩৪.৬২, হলুদ ৩৫.২৯, গরুর মাংস ১৬.৬৭, খাসির মাংস ৫.৮৮, ব্রয়লার মুরগি ১৭.৩১, শিশুখাদ্যের মধ্যে গুঁড়া দুধ ২১.৮২, চিনি ১৮.৮৪, লবণ ১.৫৮ এবং প্রতি হালি ফার্মের ডিম ১৯.৭২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এ বিষয়ে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি বলেন, পণ্যের বেসামাল দামে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষজন অসহায় হয়ে পড়েছেন। এই দুই শ্রেণির মানুষ আয়ের সঙ্গে পরিবারের ব্যয় সামলাতে পারছেন না। অনেকেই ব্যয় সামলাতে খাবার কেনার বাজেট কাটছাঁট করছেন।
এদিকে শুক্রবার (১৭ জুন) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে শুকনো মরিচ, ভোজ্যতেল ও মুরগির দাম বাড়লেও পেঁয়াজ ও রসুনে দাম কমেছে।
রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি শসা ৭০ টাকা, করলা ৬০, চাল কুমড়া পিস ৪০ টাকা, প্রতি কেজি টমেটো ৭০ টাকা, প্রতি কেজি মিষ্টি কুমড়া ৪০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, পটল ৪০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, কচুর লতি ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, লম্বা বেগুন ৭০ টাকা, বরবটির কেজি ৫০ টাকা ও ধুন্দুল ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
শুকনো মরিচ এক সপ্তাহ আগে প্রতি কেজি ৩০০ টাকায় বিক্রি করা হলেও বর্তমানে তার ৪০০ টাকা করে বিক্রি হচ্ছে।
তবে পেঁয়াজের দাম কমেছে।প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। আর একটু ভালো মানের পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকা। সপ্তাহের ব্যবধানে রসুনের দাম কমেছে ৪০ থেকে ৪৫ টাকা। বাজারে চায়না রসুন বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকায়। এক সপ্তাহ আগে কেজি ছিল ১৮০ থেকে ১৯০ টাকা।
লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১২০ টাকা। বাজারে হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৬০ টাকা। দেশি মুরগির ডিমের ডজন ১৯০ টাকা। গরুর মাংসের কেজি ৭০০ টাকা। খাসির মাংসের কেজি বিক্রি হচ্ছে ৯০০ টাকায়। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকা। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৯০ থেকে ৩০০ টাকা। লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৭০ থেকে ২৮০ টাকায়।
আমাদের বাণী/১৭/৬/২০২২/বিকম
Leave a Reply