
ঢাকাঃ আন্তর্জাতিক ও স্বীকৃত ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আয়ারল্যান্ডের সাবেক অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। বৃহস্পতিবার দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন ৩৭ বছর বয়সী এ বাঁহাতি টপঅর্ডার ব্যাটার। তিন ফরম্যাট মিলে আয়ারল্যান্ডের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলা ও দ্বিতীয় সর্বোচ্চ রান করা ক্রিকেটার হিসেবে বিদায় নিলেন পোর্টারফিল্ড। এছাড়া সবচেয়ে বেশি ম্যাচে আয়ারল্যান্ডকে নেতৃত্ব দেওয়া অধিনায়কও তিনি।
২০০৮ সালে ট্রেন্ট জনস্টনের কাছ থেকে অধিনায়কত্ব পেয়েছিলেন পোর্টারফিল্ড। এরপর ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত ১৭২টি ম্যাচে অধিনায়কত্ব করেন তিনি। ২০১৮ সালে আয়ারল্যান্ডের প্রথম টেস্টের দলনেতাও ছিলেন পোর্টারফিল্ড। ১৪৮ ম্যাচের ক্যারিয়ারে ১১ সেঞ্চুরিতে প্রায় সাড়ে ৪ হাজার রান করেছেন তিনি।
ওয়ানডেতে তার উল্লেখযোগ্য ইনিংসগুলোর মধ্যে রয়েছে ২০০৭ সালের বিশ্বকাপে বাংলাদেশকে হারানোর ম্যাচে ৮৫, ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১১২ ও ২০১৫ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ১০৭ রান।
নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচে গোল্ডেন ডাক তথা প্রথম বলেই আউট হয়েছেন পোর্টারফিল্ড। তবে স্যাবিনা পার্কে হওয়া সেই ম্যাচটি ঠিকই জিতেছিল আয়ারল্যান্ড। এই মাঠেই ২০০৭ সালের বিশ্বকাপে পাকিস্তানকে হারায় আইরিশরা।
আমাদের বাণী/১৭/৬/২০২২/বিকম
Leave a Reply