
ঢাকাঃ ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। দক্ষিনী সিনেমায় কাজ করলেও তিনি গোটা ভারতেই জনপ্রিয়। তার পরবর্তী সিনেমা ‘বিরাট পারভম’। বর্তমানে সিনেমাটির প্রচারে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। তিনি ‘কাশ্মীর ফাইলস’ সিনেমা নিয়ে মন্তব্য করে বিপাকে পরেছেন।
সেখানে তিনি বলেছেন, ‘কাশ্মির ফাইলস’ ছবিতে দেখানো হয়েছে, কাশ্মীরি পণ্ডিতদের কীভাবে মারা হয়েছে। আপনি যদি এ ঘটনাকে ধার্মিক সংঘর্ষ হিসেবে নেন, তাহলে কিছুদিন আগেই এক মুসলিম চালককে গরু নিয়ে যাওয়ার অপরাধে মারধর করা হয়। আর তাকে দিয়ে জোর করে ‘জয় শ্রীরাম’ বলানো হয়। এ দুই ঘটনার মধ্যে পার্থক্য কোথায়?
তিনি আরও বলেন, আমাদের সবার আগে ভালো মানুষ হয়ে উঠতে হবে। আমরা যদি ভালো হই, তাহলে অন্যকে আঘাত করব না।
সাই পল্লবীর এই মন্তব্যর পর নেট দুনিয়ায় রীতিমতো ঝড় উঠেছে। তার পক্ষে–বিপক্ষে নানা মন্তব্য করছেন নেটিজেনরা। এমনকি তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগও দায়ের হয়েছে। হায়দরাবাদের সুলতানবাজার থানায় অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে বজরং দল।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, তারা অভিযোগ পেয়েছেন। সাই পল্লবীর মন্তব্যের ভিডিও তারা খতিয়ে দেখবেন। এরপর যথাযথ ব্যবস্থা নেবেন।
আমাদের বাণী/১৭/৬/২০২২/বিকম
Leave a Reply