নাইজারে ড্রোন হামলায় নিহত ৪০

ঢাকাঃ পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ফরাসি সেনাবাহিনীর ড্রোন হামলায় প্রায় ৪০ জঙ্গি নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ফ্রান্সের সেনাবাহিনী এ কথা জানিয়েছে। অপারেশন বারখানের অংশ হিসেবে তারা বুরকিনা ফাসো সীমান্তের কাছে এই অভিযান চালায়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়, নাইজারে ৪০ জন নিহতের ব্যাপারে বিবৃতি দিয়েছে ফরাসি সেনাবাহিনী। তারা জানায়, নাইজার নিরাপত্তা বাহিনীর ওপর হামলার পর এবং নাইজার কর্তৃপক্ষের অনুরোধে এই অভিযান চালানো হয়।

বিবৃতিতে বলা হয়, ৪০টি মোটরসাইকেলের বহরের গতিবিধির ওপর নজর রাখতে আকাশ থেকে নজরদারি ফরাসি বাহিনী। এরপর নাইজার বাহিনীর সহযোগিতায় এই হামলা চালানো হয়।

এদিকে, আলাদা বিবৃতিতে নাইজার বলেছে, চলতি সপ্তাহের শুরুর দিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাইজারে নিরাপত্তা বাহিনীর আট সদস্যকে হত্যা করা হয়েছে। এরপর এই যোদ্ধাদের হত্যা করা হয়েছে।

আমাদের বাণী/১৭/৬/২০২২/বিকম

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.