বজ্রপাতে ৫ মৃত্যু

ময়মনসিংহঃ জেলার সদর ও নান্দাইল উপজেলায় পৃথক দুই বজ্রপাতে তিন কিশোরসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে সদরের কুষ্টিয়া ইউনিয়নে ও নান্দাইলের গাঙ্গাইল ইউনিয়নে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার সদর উপজেলার দড়ি কুষ্টিয়া ইউনিয়নের দড়ি কুষ্টিয়া গ্রামের কৃষক আবু বক্কর (৪০) ও জাহাঙ্গীর আলম (৩০) এবং নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের কংকরহাটি গ্রামের শহীদুল্লাহর ছেলে সাঈদ মিয়া (১২), হাদিস মিয়ার ছেলে স্বাধীন মিয়া (১১), বিল্লাল হোসেনের ছেলে শাওন (৮)।

ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বজ্রপাতে দুই কৃষক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, গাঙ্গাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশাদুজ্জামান নয়ন জানান, দুপুর দুইটার দিকে বৃষ্টির সময় ওই তিন কিশোর স্থানীয় একটি ক্ষেতে ফুটবল খেলছিলো। এরপর বৃষ্টিতে বিলে মাছ ধরা দেখতে যায়। এ সময় হঠাৎ বজ্রপাত ঘটলে ওই তিন কিশোর গুরুতর আহত হয়।

“পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দুইজনকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও একজনকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের তিনজনকেই মৃত ঘোষণা করেন।”

আমাদের বাণী/১৭/৬/২০২২/বিকম

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.