
ঢাকাঃ আগামী ২২ জুন থেকে সারাদেশে ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রির প্রস্তুতি নিচ্ছে সরকারী বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা (টিসিবি)। এ দফায় সারাদেশে এক কোটি পরিবারকে পণ্য দেয়া হবে। তবে সেটি শুধু ফ্যামিলি কার্ডের মাধ্যমে। এর ফলে ট্রাক সেল বন্ধ হয়ে যাবে।
এ প্রসঙ্গে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির জানান, আগামী ২২ জুন থেকে বিক্রির প্রস্তুতি নেয়া হয়েছে। তবে সেটা চূড়ান্ত নয়। এটা সম্ভাব্য তারিখ। কয়েকদিনের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে মিটিং করে চূড়ান্ত তারিখ জানানো হবে। জানা গেছে, আগের মতো সয়াবিন তেল, ডাল ও চিনি বিক্রি করতে চায় সংস্থাটি। এজন্য আগের নির্ধারিত মূল্যই এখন পর্যন্ত ঠিক রাখা হয়েছে। ওই মিটিংয়ে তেলের দাম বাড়তেও পারে।
চলতি মাসের ১ তারিখ থেকে টিসিবির ফ্যামিলি কার্ডে পণ্য বিক্রি শুরুর কথা ছিল। তবে ঢাকা ও বরিশাল সিটি কর্পোরেশনে নতুন করে ফ্যামিলি কার্ড তৈরি কার্যক্রম শেষ না হওয়ায় বিক্রি কার্যক্রম শুরু করতে পারেনি সংস্থাটি। এরইমধ্যে এ দুই সিটিতে ওয়ার্ড কমিশনারদের মাধ্যমে এ কার্ড তৈরির কার্যক্রম প্রায় শেষ হয়েছে। এছাড়া অন্যান্য এলাকায় করোনাকালে ফ্যামিলি কার্ড তৈরি করা হয়েছিল।
আমাদের বাণী/১৭/৬/২০২২/বিকম
Leave a Reply