কুষ্টিয়া জেলা শিক্ষা কর্মকর্তাকে প্রধান শিক্ষক পদে স্ট্যান্ড রিলিজ

মো. জায়েদুর রহমান

কুষ্টিয়াঃ কুষ্টিয়ার জেলা শিক্ষা কর্মকর্তা মো. জায়েদুর রহমানকে বদলি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। তাকে রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার ভুবন জয় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে বদলি করা হয়েছে। বদলিকৃত মো. জায়েদুর রহমান তাৎক্ষণিত বিমুক্ত হবেন বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

গত রবিবার  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ সাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়। একই প্রজ্ঞাপনে মো. রমজান আলী আকন্দকে কুষ্টিয়ার জেলা শিক্ষা কর্মকর্তা পদে পদায়ন দেয়া হয়েছে।

প্রজ্ঞাপন থেকে জানা গেছে, কুষ্টিয়ার জেলা শিক্ষা কর্মকর্তা পদে পদায়ন পাওয়া মো. রমজান আলী আকন্দ জয়পুরহাটের বজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।  বদলিকৃতদের আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে। বদলিকৃতরা তাৎক্ষণিত বিমুক্ত হবেন বলে গণ্য হবেন।

উল্লেখ্য, সদ্য বদলীকৃত কুষ্টিয়া জেলা শিক্ষা কর্মকর্তা মো. জায়েদুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ছিল। তবে এ বিষয়ে জেলার কোন কর্মকর্তা মুখ খুলতে রাজী হননি।

আমাদের বাণী/১৪/৬/২০২২/বিকম

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.