উন্নয়ন প্রকল্পের টাকা হরিলুটের পাঁয়তারা

মেহেরপুরঃ বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে প্রকল্পের দায়িত্বে থাকা মেহেরপুরের গাংনী উপজেলার কর্তাব্যক্তিদের বিরুদ্ধে। প্রতি অর্থবছরের শেষেই তড়িঘড়ি করে সম্পন্ন করা হয় উপজেলার বেশ কিছু উন্নয়ন কাজ। উন্নয়ন প্রকল্পের তদারকির দায়িত্বে থাকেন স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগের উপজেলা প্রকৌশলী। সভাপতির দায়িত্বে থাকেন উপজেলা চেয়ারম্যান। তবে কোথায় কী কাজ হচ্ছে তার তালিকা চাইতে গেলে তারা নানা টালবাহানা করেন। কোনোভাবেই প্রকাশ করতে চান না সেই তালিকা।

একটি সূত্র জানায়, প্রতিবছরই উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে ইউনিয়ন পর্যায়ে উন্নয়নকাজ করা হয়ে থাকে। তবে ‘নামকাওয়াস্তে’ উন্নয়নের নামে হরিলুট হয় প্রকল্পের টাকা। এ বছরের উন্নয়নের জন্য বরাদ্দের টাকার পরিমাণ ও প্রকল্পের নামগুলো জানতে তালিকা চাওয়া হলে শুরু হয় স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগের নাটকীয়তা। ২০২১-২২ অর্থবছরে প্রায় ১ কোটি বা তারও বেশি টাকার উন্নয়নকাজ করার কথা থাকলেও তালিকা না পাওয়াতে সম্ভব হয়নি সঠিক তথ্য জানা।

এ ব্যাপারে বার্ষিক উন্নয়ন প্রকল্পের তদারকি কর্মকর্তা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী ফয়সাল হোসেন বলেন, ‘আমি এডিপির কাজ সঠিকভাবে বাস্তবায়নের দায়িত্বে আছি। কাজ সঠিক হচ্ছে কি না সেটা দেখতে পারি। কিন্তু কাজের তালিকা আমি দিতে পারব না। আপনি তালিকা নিতে চাইলে উপজেলা পরিষদ চেয়ারম্যান অথবা উপজেলা নির্বাহী অফিসারের কাছে পাবেন।’

উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম বলেন, ‘বার্ষিক উন্নয়ন প্রকল্পের কাজের সভাপতি উপজেলা চেয়ারম্যান। আমার কাছে তালিকা নেই। উপজেলা চেয়ারম্যান ও ইঞ্জিনিয়ারের কাছে তালিকা আছে।’

পরে এডিপির রহস্যময় এ তালিকা নিতে উপজেলা চেয়ারম্যান এমএ খালেকের কাছে গেলে তিনি জানান, ‘আমি একটু মিটিংয়ে যাচ্ছি। তালিকা আছে, রেজুলেশন করা হয়েছে তাতেই সব লেখা আছে। তবে এখন না; পরে তালিকা দেব।’ কিন্তু পরবর্তীতে বারবার উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে গিয়েও পাওয়া যায়নি এডিপির সেই তালিকা।

আমাদের বাণী/১৪/৬/২০২২/বিকম

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.