
একসময় তাকে শুধু বাংলাদেশের নাটক আর বিজ্ঞাপনে দেখা যেত। টুকটাক করতেন গান। চলতি বছর যাত্রা করেন চলচ্চিত্রে। কলকাতার চলচ্চিত্র নির্মাতাকে বিয়ে করে সেখানকার বাসিন্দা হওয়ার সুবাদে টলিউডেও যাত্রা শুরু করেছেন। নিশ্চয়ই বুঝে গেছেন কার প্রসঙ্গে বলছি। হ্যা, তিনি রাফিয়াত রশীদ মিথিলা।
চলচ্চিত্রে ঢুকেই অনন্য এক নজীর গড়তে চলেছেন বিশেষ কারণে আলোচিত এই অভিনেত্রী। আগামী শুক্রবার একই দিনে দুই বাংলার মুক্তি পাচ্ছে তার অভিনীত দুটি সিনেমা। এই নজীর বাংলা বা ভারতের কোনো তারকারই নেই। তাইতো সবাই বলছেন, মিথিলার মতো কপাল কজনের আছে?
দুই সিনেমার মধ্যে একটি হলো ‘অমানুষ’। এটি বাংলাদেশি সিনেমা। পরিচালনা করেছেন অনন্য মামুন। এই সিনেমায় মিথিলার বিপরীতে আছেন চিত্রনায়ক নিরব হোসেন। আরও আছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ডন, রাশেদ মামুন অপু ও কাজী নওশাবার মতো অভিনয়শিল্পী। একটি বাস্তব ঘটনা নিয়ে সিনেমাটি বানানো হয়েছে।
অন্য সিনেমাটি হলো ওপার বাংলার ‘আয় খুকু আয়’। এটি পরিচালনা করেছেন শৌভিক কুণ্ডু। এখানে মিথিলাকে দেখা যাবে টলিউড সুপারস্টার প্রসেনজিতের স্ত্রীর ভূমিকায়। তাদের মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন ওপার বাংলার সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া।
গ্রামের এক বাবা-মেয়ের গল্প ঘিরে ‘আয় খুকু আয়’-এর কাহিনি। মেয়েকে বড় করার লড়াইয়ে বাবা যেন একইসঙ্গে মায়েরও ভূমিকায়। নায়ক জিতের প্রযোজনায় এই সিনেমার প্রচার-ঝলক মুগ্ধ করেছে বাংলাদেশ থেকে বিতাড়িত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনকেও। প্রসেনজিৎকে শুভেচ্ছা জানিয়ে সেই ঝলক শেয়ার করেছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনও।
একই দিনে দুই বাংলায় দুটি সিনেমায় মুক্তি পাওয়ার ঘটনা নিয়ে রোমাঞ্চিত অভিনেত্রী মিথিলা। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, এই ঘটনা তার ক্যারিয়ারে স্মরণীয় হয়ে থাকবে। দুটি সিনেমা নিয়েই বেশ আশাবাদী তিনি। দর্শকদের কেমন লাগবে সিনেমা দুটি, তারই অপেক্ষায় প্রহর গুনছেন মিথিলা।
Leave a Reply