‘থলথলে বউদি’র উত্তরে যা বললেন শ্রীলেখা

শ্রীলেখা

নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে গতকাল সকালে একটি পোস্ট শেয়ার করেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। আর সেটি ছিল বিজেপি সমর্থক আরেক অভিনেত্রী রিমঝিম মিত্রের। যেখানে কুরুচিকর ভাষায় আক্রমণ করা হয়েছে শ্রীলেখাকে। অবশ্য রিমঝিমের এই মন্তব্যের কড়া জবাবও দিয়েছেন বামপন্থী এই অভিনেত্রী।

তার ভাষ্য, ‘এ শরীরের প্রত্যেকটা ভাঁজ একান্ত আমার।’ শুধু জবাবেই নয়, অভিনেত্রী রিমঝিম মিত্রের করা মন্তব্যকেও সামনে এনেছেন শ্রীলেখা। গত মার্চে ওই মন্তব্য করেছিলেন রিমঝিম।

রিমঝিম লিখেছিলেন, ‘থলথলে বউদি আমায় ব্লকিয়েছে। কমরেট মাংসপিণ্ড কি এটা ঠিক করল আমার সঙ্গে?’

একটি কাঁধ খোলা জামা পরে ছবি দিয়ে শ্রীলেখা লিখেছেন, ‘এই পোশাকের ট্যাগটা এখনো রয়ে গিয়েছে। বাইরে কখনো পরিনি। দিনের পর দিন ইন্ডাস্ট্রির এবং সাধারণ মানুষরা বডি শেমিং করেছে তথাকথিত ‘মোটা’ হওয়ার জন্য। দিদি এত জিম করেন, কমেননি একটুও। আমার থেকে বেশি যেন বাকিদের বারো মাসের সমস্যা এটা।’

তিনি আরও লিখেছেন, ‘আমি তো স্বঘোষিত ফুডি এবং জিন বা খাবার হজম করার শক্তি যা-ই বলুন না কেন, আমি জানি আমি গোলগাল। যাক গে, আমি নিয়মিত শরীরচর্চা করি। জোর গলায় বলতে পারি, ৪০ বছরের মাঝামাঝি এসে ২০ বছর বয়সের থেকেও বেশি ফিট আছি। তখন কাজ হারানোর ভয়ে হাঁটুর ব্যথা পর্যন্ত লুকিয়ে কাজ করতাম। এখন তা আর নেই।’

শ্রীলেখা লিখেছেন, ‘সব শেষে এখন একটাই কথা বলতে চাই- আমার এই পোশাকটি ফিট হয়েছে, আর এ শরীরের প্রত্যেকটা ভাঁজ একান্ত আমার। বিষয়টা ফিট থাকার ফ্যাট নয়। ঘূর্ণিঝড় ইয়াস থেকে সুরক্ষিত থাকুন।’

নিজের এই পোস্ট সম্পর্কে শ্রীলেখা ফোনে জানান, কোনো নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ করে কথাটি তিনি লেখেননি। যারা কোনো মানুষকে তার শরীর নিয়ে ন্যক্কারজনক মন্তব্য করেন, তাদের জবাব দিয়েই পোস্টটি দিয়েছেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.