
বান্দরবানঃ জেলার থানচিতে এক কোটি পঞ্চাশ লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বিজিবি।
বুধবার উপজেলার তিন্দু ইউনিয়নের বড়পাথর ও টেন্ডুমুখ বাজার এর মধ্যবর্তী এলাকায় অভিযান চালিয়ে এই ইয়াবা ট্যাবলেট জব্দ করে বিজিবি।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর অধিনায়ক এবং বলিপাড়া জোন কমান্ডার লেঃ কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম, পিএসসি জানান, সীমান্তের অতন্দ্র প্রহরী বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) বাংলাদেশ-মায়ানমার সীমান্ত এলাকায় দায়িত্ব পালনের পাশাপাশি সেনা রিজিয়নের জোন হিসেবে ‘অপারেশন উত্তরণ’এর আওতায় সেনাবাহিনী কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করে আসছে। বলিপাড়া ব্যাটালিয়ন বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্ব সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, দুর্গম পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, পাহাড়ী-বাঙ্গালী সীমান্ত অপরাধ দমনে মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি অনুসরণ করে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে মাদক নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় সোর্স ও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০১ জুন ২০২২ তারিখ আনুমানিক ০১.২৭ ঘটিকার সময় বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর আওতাধীন দুর্গম থানচি উপজেলাধীন তিন্দু ইউনিয়নের বড়পাথর ও টেন্ডুমুখ বাজার এর মধ্যবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। যার মূল্য ১,৫০,০০,০০০/- (এক কোটি পঞ্চাশ লক্ষ) টাকা।
তিনি আরও বলেন, বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ দুর্গম পার্বত্য এলাকায় মাদক চোরাচালান নির্মূল/দমনে অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ এ ধরণের অপারেশনাল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাবহত থাকবে।
আমাদের বাণী/০২/০৬/২০২২/টিএ
Leave a Reply