স্পেন যাচ্ছেন বাঁধন

ঢাকাঃ মডেল ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন একটি চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার জন্য স্পেন যাচ্ছেন।

তার অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’ নামের সিনেমাটি স্পেনের সেই চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। যার কারণে সেই সিনেমার পরিচালক প্রযোজকসহ সংশ্লিষ্টদের সঙ্গে বাঁধনও সেখানে যাচ্ছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, আমার অভিনীত সিনেমা বিদেশের কোনো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে, এটি অবশ্যই সম্মান ও আনন্দের বিষয়। এছাড়া বাংলাদেশি সিনেমার জন্যও একটি অর্জন এটি।

উৎসব শেষে দেশে ফিরে নানা ধরনের সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের কাজে ব্যস্ত হবেন তিনি।

প্রসঙ্গত, গত বছরের কান চলচ্চিত্র উৎসবে আবদুল্লাহ মোহাম্মদ সাদের পরিচালনায় ‘রেহানা মরিয়ম নূর’ নামের সিনেমাটি প্রদর্শনের পর থেকেই বাঁধনের বৃহস্পতি তুঙ্গে।

আমাদের বাণী/০১/০৬/২০২২/টিএ

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.