ফারহানের নামে সাবেক প্রেমিকার জিডি

অভিনেতা মুশফিক রহমান ফারহানের নামে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার সাবেক প্রেমিকা। বৃহস্পতিবার (২৭ মে) রাজধানীর শেরেবাংলা নগর থানায় হাজির হয়ে জিডি করেন তিনি।

ওই তরুণী জিডিতে উল্লেখ করেন, মুশফিকুর রহমান ফারহানের সঙ্গে তার পাঁচ বছর প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্ক থাকাকালে ফারহান নানাভাবে তাকে অত্যাচার করতেন। সম্পর্ক ছেড়ে দেওয়ার কথা বললেই ফারহান হুমকি দিতেন। এভাবে চলতে থাকলে একপর্যায়ে সম্পর্ক ভেঙে দেন তিনি। এ অবস্থায় বৃহস্পতিবার তরুণী এবং তার পুরো পরিবারকে ‘ধ্বংস’ করার হুমকি দেন ফারহান।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই তরুণী গণমাধ্যমকে বলেন, “বুধবার (২৬ মে) রাত আনুমানিক ৩টার দিকে ফারহান আমাকে ফোন করে বিভিন্ন ধরনের হুমকি দেয় এবং অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। তারপর থেকে আমাকে অনবরত ফোন করে যাচ্ছে কিন্তু আমি কল রিসিভ করার সাহস পাচ্ছি না। গতকাল (বৃহস্পতিবার) দুপুরে আমাকে ফোন করেছিল, আমি রিসিভ করিনি। তারপর সন্ধ্যায় থানায় গিয়ে জিডি করি।”

মুশফিক ফারহান তার নামে মিথ্যাচার করছে বলেও জানান ওই তরুণী। তিনি বলেন, “ফারহান বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে, আমি নাকি তার কাছ থেকে টাকা নিয়েছি। এছাড়া আরও মিথ্যা অভিযোগ করছে বিভিন্ন জায়গায়। হয়তো নিজেকে রক্ষা করার জন্যই এসব বলছে।”

শুক্রবার (২৮ মে) সকালে জিডির সত্যতা নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক সাহেরা খানম। এদিকে জিডি প্রসঙ্গে জানতে অভিনেতা ফারহানের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি তাকে। ক্ষুদেবার্তা পাঠালেও তার কোনো উত্তর দেননি তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.