বাতিল নয়, সংশোধনের প্রস্তাব দিন: আইনমন্ত্রী

ঢাকাঃ গণমাধ্যমকর্মী আইন বাতিল না চেয়ে সংশোধনের জন্য প্রস্তাব দিতে বললেন আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘আইনে যে যে ধারায় আপনাদের সংশোধনী প্রয়োজন সেটা লিখিত আকারে আমাকে দেন। তবে আপনারা আইনটা বাতিলের চাইবেন না’।

মঙ্গলবার (৩১ মে) দুপুরে সচিবালয়ে বিএসআরএফ সংলাপে অংশগ্রহণ করে একথা বলেন আইনমন্ত্রী। বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসউদুল হক সঞ্চালনায় সংলাপটি অনুষ্ঠিত হয়।

প্রস্তাবিত আইনে ৫৯ বছর হলে গণমাধ্যমকর্মীদের অবশ্যই যে বিষয়টি রয়েছে বিষয়টিকে আরও স্পষ্টকরণ করা হচ্ছে। তিনি বলেন, মালিকরা বাধ্য করতে পারবে না। আপনারা যদি চান স্বেচ্ছায় অবসর গ্রহণ করতে সেটা পারবেন এটিই রাখা হবে।

আমাদের বাণী/৩১/৫/২০২২/বিকম

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.