জমি নিয়ে বিরোধে বৃদ্ধাকে ধর্ষণ!

ধর্ষণ

ময়মনসিংহঃ জেলার ধোবাউড়া উপজেলায় ষাটোর্ধ্ব বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে আবু হানিফ (৩২) নামের এক তরুণের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পরদিন রোববার রাতে ওই বৃদ্ধা ধোবাউড়া থানায় আবু হানিফকে আসামি করে ধর্ষণ মামলা করেন। অভিযুক্ত আবু হানিফ উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের রাউতি মাইজপাড়া এলাকার বাসিন্দা।

মঙ্গলবার ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান বিষয়টি নিশ্চিত করেছেবলেন, ওই বৃদ্ধার স্বামী বেশ কয়েক বছর আগে মারা গেছেন। ঘটনার দিন রাতে ওই বৃদ্ধা তার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে নিজ ঘরে ঘুমাচ্ছিলেন। রাত আড়াইটার দিকে আবু হানিফ ওই বৃদ্ধার ঘরে ঢুকে ধর্ষণ করেন এবং এই ঘটনা কেউ জানালে তাকে খুন করার হুমকি দেন। পরে বিষয়টি জানাজানি হলে ওই বৃদ্ধা তার আত্মীয়দের সহায়তায় রোববার রাতে থানায় মামলা করেন।

ওসি টিপু সুলতান বলেন, গতকাল সোমবার দুপুরে ফরেনসিক পরীক্ষার জন্য ওই বৃদ্ধাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। একই দিন বিকেলে জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে পাঠানো হয়।

ওসি আরও বলেন, ওই বৃদ্ধার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। দীর্ঘদিন ওই বৃদ্ধার সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছে অভিযুক্ত আবু হানিফের। ওই বিরোধের জেরে হানিফ এই ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে আবু হানিফ পলাতক আছেন। তাকে গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।

আমাদের বাণী/৩১/৫/২০২২/বিকম

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.