‘বিশ্বের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ’

ঢাকাঃ সম্প্রতি রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগে লিভারপুলকে হারিয়ে শিরোপা জিতেছে। স্প্যানিশ জায়ান্টরা ১৪তম বারের মতো ইউরোপসেরার মুকুট পরার পর থেকেই প্রশংসার বন্যায় ভাসছে ।

এবার তারা প্রশংসিত হলো ফিফার পক্ষ থেকেও। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধান জিয়ান্নি ইনফান্তিনো লস ব্ল্যাঙ্কোসদের ‘বিশ্বের সেরা’ হিসেবে অভিহিত করলেন।

এএফই (অ্যাসোসিয়েশন অব স্প্যানিশ ফুটবলার্স)-এর সাবেক প্রেসিডেন্ট আনহেল মারিয়া ভিয়ারের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে রিয়ালের ভূয়সী প্রশংসা করেন ফিফা প্রেসিডেন্ট।

রিয়ালের অর্জন নিয়ে কথা বলার এক পর্যায়ে ইনফান্তিনো বলেন, ‘(রিয়াল মাদ্রিদ) বিশ্বের সেরা দল। আমি শুধু আশা করি, অন্তত এক বছর তারা অন্যদের জেতার সুযোগ দিক। ‘

এএফই-এর সাবেক প্রেসিডেন্ট ভিয়ারও রিয়ালের প্রশংসা করতে গিয়ে বলেন, ‘আমি খুব খুশি। আমি শুধু একজন ভক্ত। কোচ এবং খেলোয়াড়রা ছিলেন দুর্দান্ত। অমন ম্যাচ (চ্যাম্পিয়নস লিগ ফাইনাল) জেতা মোটেই সহজ নয়, কিন্তু ফাইনাল জেতা হয়ে গেছে। আমি উপভোগ করেছি। রিয়াল মাদ্রিদই বিশ্বের সেরা। ‘

আমাদের বাণী/৩১/৫/২০২২/বিকম

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.