‘বলিউড কৃত্রিম সৌন্দর্যের দাস’

ঢাকাঃ বরাবরই নিজেকে গড়েছেন, আবার ভেঙেছেনও। গ্ল্যামার লুকের বাইরেও সাহসী চরিত্রের অভিনেত্রী হিসেবে যথেষ্ট নামডাক রয়েছে রাধিকা আপ্তের।

তবে সিনেমার শুটিং শেষ হলেই মুম্বাই ছেড়ে লন্ডনে উড়ে যান তিনি। স্বামীর সঙ্গে থাকেন ক’টা দিন। সেখানে ভালো সময় তো কাটেই। একইসঙ্গে লন্ডনের বাতাস মুম্বাই থেকে বেশি শুদ্ধ বলে মনে করেন রাধিকা।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাধিকা বলেছেন, মুম্বাইয়ের দম বন্ধ করা পরিবেশে অস্বস্তি হয় তার। বলিউডের সহকর্মীরা সবাই প্লাস্টিক সার্জারি করে নিজেদের মুখ ও শরীর বদলাতে ব্যস্ত। ইন্ডাস্ট্রি যেন কৃত্রিম সৌন্দর্যের দাস হয়ে গেছে। এজন্যই খুব ক্লান্ত বোধ করেন ৩৬ বছর বয়সি এই অভিনেত্রী।

তার কথায়, বয়স তো বাড়বেই। তাই বলে ত্বকের ভাঁজ ঢাকতে একাধিক অস্ত্রোপচার করে যাব! স্বাভাবিক ত্বক কি এতটাই ঘৃণ্য? অথচ বিষয়টি নিয়ে কেউ একবারও প্রতিবাদ করে না। বলে না, এটা ভুল। আক্ষেপই যেন ঝরে পড়ে ‘আন্ধাধুন’-এর অভিনেত্রীর।

তাই কাজের প্রয়োজনে যতটুকু দরকার, মুম্বাইয়ের সঙ্গে ততটুকুই সংযোগ রাধিকার। এর বেশি মিশলে মানসিক স্বাস্থ্যের অবনতি হতে পারে বলে মনে করেন তিনি। সে সঙ্গে এও জানান, পেশাগত জীবনের আসল চ্যালেঞ্জ হলো প্রত্যাখ্যানের ধাক্কা সামলে নিতে শেখা, যা তিনি পেরেছেন।

২০০৫ সালে ‘বাহ্?, লাইফ হো তো অ্যায়সি!’ সিনেমায় একটি ছোট্ট ভূমিকায় অভিনয় করে বলিউডে অভিষেক রাধিকার। তারপর অভিনয় দক্ষতার জোরে ১৭ বছর কেটে গেছে। বয়স যতই বাড়ুক, তার আত্মবিশ্বাস তুঙ্গে। জানান, কোনো কিছুর সঙ্গে আপস করতে পারি না। সব পার্টিতে যাই না। কারো সঙ্গে খেজুরে সম্পর্ক রাখি না। নিজের মতো করে বাঁচি। ’

আমাদের বাণী/৩১/৫/২০২২/বিকম

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.