
টেলিভিশনের জনপ্রিয় মুখ সারিকা। কিন্তু একটা সময় সেই মুখ হারিয়ে যায় ব্যক্তিজীবনের নানা জটিলতায়। সবাই তো ধরেই নিয়েছিলেন বিনোদন দুনিয়াকে চিরতরে বিদায় জানিয়েছেন তিনি। সংসারের মায়ায় কাটিয়ে দেবেন বাকিটা জীবন। অথচ তা হয়নি। বিষাদময় সংসারজীবন ছিল তার। সেই সংসারের ইতি টেনে ফিরেছেন ছোট পর্দায়। ঈদুল ফিতরে অভিনয় করেছেন বেশ কিছু নাটকে। প্রত্যাবর্তনেই নিজের জাত চেনালেন এই অভিনেত্রী।
অতীত পেছনে ফেলে এখন শুধু অভিনয় করে যেতে চান। শুরু করতে চান সেখান থেকে, যেখানে তিনি শেষ করেছিলেন। সারিকা বলেন, “এখন শুধু অভিনয় করব। আর কিছু মাথায় নিতে চাই না। আমার ক্যারিয়ারের সবচেয়ে সুসময়ে দূরে সরে গিয়েছিলাম। যদি বিয়ে, সংসার করার চিন্তা না করতাম, তাহলে হয়তো চিত্রটা পাল্টে যেতে পারত। তবে তা নিয়ে এখন আর আক্ষেপ করি না। এখনকার সময়টা কাজে লাগাতে চাই।”
সারিকা আরও বলেন, “এবারে ঈদে কাজের ফাঁকে ফাঁকে প্রতিদিনই একাধিক নাটক দেখেছি। শুধু আমার অভিনীত নয়, অন্যদের নাটকও দেখেছি। চেষ্টা করেছি নিজের কাজের বিচার নিজেই করতে।”
গত বছর থেকে কাজের গতি বাড়িয়েছেন সারিকা। বিরতিহীনভাবে অভিনয় করছেন। ঈদের আগে কিছুদিন বিরতি দিয়েছিলেন। এখন আবার ছুটছেন কোরবানির ঈদের কাজ নিয়ে।
Leave a Reply